নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইউপি মেম্বার মোসাঃ পারভীন আক্তারের নিজস্ব অর্থায়নে অসহায় অসুস্থ ব্যাক্তি সবুন ও তার পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দারোগোল্লা গ্রামে অসুস্থ ব্যাক্তি সবুন ও তার পরিবারকে আর্থিক সহায়তা হিসেব টিন উপর দেয়া হয়।
মোগরাপারা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান প্রয়াত আঃ ছামাদ মেম্বারের সহধর্মিনী বর্তমান ৯ নং ওয়ার্ড মেম্বার মোসাঃ পারভীন আক্তার। তার এলাকার স্থানীয় বাসিন্দা সবুনের অসুস্থতার খবর পেয়ে দেখতে ছুটে যান। এ সময় তিনি ঘরের অবস্থা খারাপ দেখে ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে তাকে ঢেউ টিন উপহার দিয়ে সহায়তা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইওটু ইন্সেপেক্টর আজিজুর রহমান মামুন, ইউপি সদস্য পারভীন আক্তারের ছেলে কামরুল হাসান, নাছিম প্রধান ,আহাদ আলী, জুয়েল, প্রমুখ।