নারায়ণগঞ্জ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পহেলা অক্টোবরে বন্দর থানার দায়েরকৃত লুটপাট ও ভাংচুর মামলায় বুধবার(২ রা অক্টোবর) সকালে ফয়সাল কবিরকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়সাল কবির পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মৃত আমির হোসেন সরকারের ছেলে।
জানাগেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউপির শ্বাসনেরবাগ এলাকার মৃত সোনা মিয়ার মতিউর রহমানের বাড়িতে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত নামা আসামি হিসাবে বন্দর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির (৪৫)কে মঙ্গলবার রাতে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।