1. admin@bangladeshbulletin24.com : admin :
বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংর্ঘষ,আহত-১০ - বাংলাদেশ বুলেটিন ২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংর্ঘষ,আহত-১০

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ দিন আগে
  • ২১ বার পঠিত
Oplus_131072

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কেন্দ্রীয়  শহীদ মিনারে  শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান গ্রুপ এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম গ্রুপের মাঝে এঘটনা ঘটে।

জানাগেছে,অধ্যাপক রেজউল করিমের  নেতা কর্মীদের ওপর হামলা চালায় মান্নান পন্থী নেতা কর্মীরা এসময় পাল্টা হামলায় সংর্ঘষ বাধে।

সোনারগাঁ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন রেজাউল করিম, এসময় তিনি অভিযোগ করেন,  বিএনপির নাম ভাঙ্গিয়ে একটা গ্রুপ সোনারগাঁয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়ে যাচ্ছে। তিনি আরো অভিযোগ করেন, বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের সময় মান্নান গ্রুপের সন্ত্রাসীদের হামলায় নোবেলসহ  বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

এব্যাপারে সোনারগাঁ  থানার ওসি বলেন,খবর পেয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ ব্যপারে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান,রেজাউল করিমের লোকজন শহীদ মিনারে ফুল দিতে এসে আমাদের নেতা কর্মীদের সাথে খারাপ আচরণ কটে। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে হামলা করে আমাদের লোকজনকে আহত করে, অপরদিকে রেজাউল করিম গ্রুপও একই অভিযোগ করেব প্রতিপক্ষের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা