মোঃ নুর নবী জনিঃ-আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
গত বুধবার সাংবাদিকদের সাথে নির্বাচনী এক মতবিনিময় সভায় ৩৪৪টি উপজেলার নির্বাচনের তারিখ ঘোষনা করা হয় ।
এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার নাম রয়েছে।
ওই অনুযায়ী ৪টি ধাপের মধ্যে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে।
এবার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে । এর মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, সোনারগাঁ উপজেলা আঃলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার। এছারাও মাঠে সরব না থাকলেও সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র ভাই এ এস এম জাহাঙ্গীরের নাম শোনা যাচ্ছে। একটি সুত্র জানায়, এতো প্রার্থীর মধ্যে মাহফুজুর রহমান কালাম হেভিওয়েট প্রার্থী হিসেবে আছেন। অবশেষ কে কে নির্বাচনী মাঠে থাকেন ও কে বিজয়ী হন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সোনারগাঁবাসীকে।