সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাবা-মায়ের সাথে অভিমান করে নিজের শরীরে অকটেন ঢেলে নিজেই আগুন ধরিয়ে দিয়ে আত্নহত্যা করেছে শান্ত (২৫) নামের এক যুবক।
গত ৮ অক্টোবর শনিবার এ ঘটনার পর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর শান্তর মৃত্যু হয়। ছেলেকে বাঁচাতে সেদিন শান্তর মা সুফিয়া বেগম তাকে জড়িয়ে ধরে নিজেও দগ্ধ হন। ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শান্তর মা সুফিয়া বেগম আজ (১৪ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় সময় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ব্যপারে নিহত শান্তর বাবা ও সুফিয়া বেগমের স্বামী মোহাম্মদ আলী মিয়া জানান, আমার ছেলের মৃত্যুর এক সপ্তাহ যেতে না যেতেই আমার স্ত্রীর মৃত্যু হলো। তিনি বলেন আমার স্ত্রীকে বাঁচাতে আমার চেষ্টার কোন ত্রুটি ছিলোনা।
সরেজমিনে গেলে ঝাউচর গ্রামের বাসিন্দারা বলেন, পারিবারিক কলহের জের ধরে মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহত শান্ত মাদকাসক্ত ছিলো বলেও জানায় এলাকাবাসী।
সোনারগাঁ থানার ওসি তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, এ ব্যপারে অবগত হয়েছি, মামলা প্রক্রিয়াধিন, ঘটনাস্থলে এখনই পুলিশ পাঠানো হচ্ছে।