মোঃ নুর নবী জনিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে বিপুল ভোটে জয়ী করায় সোনারগাঁ উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
গত সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউপির কায়সার হাসনাত এর বাস ভবনে এই সংবর্ধনা দেয়া হয়।
পরে কায়সার হাসনাত উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানগণকে সংবর্ধনা দেন।
উল্লেখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাতের পক্ষে প্রচারনা চালিয়ে লাঙ্গল প্রতিকের বিরুদ্ধে ৭৬ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত করেন। তার ২য় বারের জয়ের পেছনে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান উল্লেখযোগ্য অবদান রাখেন। সেজন্য নব নির্বাচিত সংসদ সদস্য কায়সার হাসনাত তাদের ফুল দিয়ে এই সংবর্ধনা দেন।