মোঃ নুর নবী জনিঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সুস্থতা কামনায় বারদী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে রোগমুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় লিয়াকত হোসেন খোকার রোগ মুক্তি কামনায় বারদী মার্করাজ মসজিদ মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম ,বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিন হোসেন, সাধারণ সম্পাদক জাকির সরকার, সাংগঠনিক সম্পাদক আউয়াল মেম্বার, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সদস্য ফারুক আহমেদ মান্নান, বারদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুদ, ফরিদা ইয়াসমিন সংরক্ষিত মহিলা সদস্য, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ২ নং ওয়ার্ডের সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, জাতীয় পার্টি নেতা দেলোয়ার হোসেন দেলুসহ বারদী ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা ।