ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে সোনারগাঁয়ে বিদ্যুৎতের ব্যাপক ক্ষতি,জনজীবন বিপর্যস্ত
মোঃ নুর নবী জনিঃ-– ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
ঝড়ের তান্ডবে বিদ্যুতের খুটি পড়ে তার ছিড়ে মিটার পুড়ে গেছে অনেক স্থানে ফলে সোমবার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে বিদ্যুৎ বিভাগ রাত থেকে বিভিন্ন স্থানে সমস্যা সমাধানে একাধিক টিম কাজ করে মঙ্গলবার সন্ধায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হয়।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁ জোনাল প্রকৌশলী খালেদ আবদুল্লাহ জানান, সোমবারের ঝড়ের তান্ডবে আমাদের বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ৬০টি স্থানে ঝড়ে গাছ উপড়ে গিয়ে বিদ্যুতিক তার ছিড়ে যায় এছারাও অনেক জায়গায় বিদ্যুতের মিটার জ্বলে যায়।
সোমবার রাত থেকে আমরা উপজেলার বিভিন্ন স্থানে আমাদের লোকজন বিদ্যুৎ স্বাভাবিক করার জন্য কাজ করছে। আমরা সকালে হাসপাতাল,থানা এলাকায় ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কাজ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছি বাকি এলাকায় সন্ধা পর্যন্ত কাজ করে স্বাভাবিক করতে সক্ষম হয়েছি।