নুর নবী জনিঃ-দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান ও মশা নিধন ওষুধ স্প্রে করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য আবুল হোসেন তুষার এর নেতৃত্বে ফগার মেশিন দিয়ে বিভিন্ন স্থানে ওষুধ স্প্রে করা হয়।
এসময় তার নেতৃত্বে স্থানীয় যুবকেরা ২ নং এলাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান ও ওষুধ স্প্রে করেন।
এবিষয়ে ইউপি সদস্য আবুল হোসেন তুষার বলেন, সারাদেশে এডিস মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু নিধনে স্থানীয় যুবকদের নিয়ে একটি টিম গঠন করে
মশার ওষুধ স্প্রে প্রদান করি। আগামীতে পর্যায়ক্রমে ২ নং ওয়ার্ডের সর্বত্র এলাকায় ডেঙ্গু নিধনে মশার ওষুধ স্প্রে করবো ইনশাআল্লাহ।