নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ২০ নং ওয়ার্ডে বন্দর থানা বিএনপির আয়োজনে ৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালির আয়োজন করা হয়েছে।
এসময় বন্দরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতা কর্মীরা মিছিলে যোগদান করেন। মদনপুর ইউনিয়ন যুবদল এর নেতা ইমরান ভুঁইয়া নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন।
অনুষ্ঠানে বন্দর থানা বিএনপির সভাপতি হাজী মো: শাহেনশার সভাপতিত্বে এবং বন্দর থানা বিএনপি নেতা নাসির উল্লাহ টিপুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো: শাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সদস্য সচিব এড্যাভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান প্রমুখ।
র্যালি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে অনুষ্ঠান সমাপ্তির ঘটে।