নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার আনন্দ বাজার দামাদরদী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান কালামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
বৈদ্যোর বাজার ইউনিয়ন মেম্বার মোহাম্মদ আলীর নেতৃত্বে ও দামাদরদী পূজা উদযাপন পরিষদের কমিটির সভাপতি সভাপতি বিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ধনারঞ্জন দাস,মোয়াজ্জেম হোসেনসহ পুজা কমিটির নেতৃি বৃন্দ উপজেলা চেয়ারম্যান আলহাজ মাহফুজুর রহমান কালামের হাতে পুষ্পস্তবক তুলে দেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সুভাস চন্দ্র দাস,পারভেজ দাস,নিতঞ্জন দাস,সুভাস,বিলাতুন,নিদু দাস,রঞ্জন ভর্মণ, সামসুল হক,বৈদ্যোর বাজার ৩ নং ওয়ার্ড আঃ লীগের সহ-সভাপতি আঃ কাদির, কবির ভুইয়া,মাওলানা দায়েন প্রমুখ্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.