মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার রাত সারে ৮টার দিকে সেনাবাহিনীর একটি টহল টিম তাদেরকে আটক করে।
টহলদলের নেতৃত্ব দেয়া ক্যাপ্টেন রিয়াদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রূপগঞ্জের গাউসিয়া এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জন মাধক ব্যাবসায়ীকে আটক করে সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস এর টহলদল।
পরে উদ্ধার করা ইয়াবাসহ ওই মাদক ব্যাবসায়ীদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস এর টহলদল রূপগঞ্জ ছাড়াও সোনারগাঁ ও আড়াইহাজার থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।