নিউজ ডেক্সঃ- নিখোঁজের ৫ দিন পর নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মোবারক হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (৪ই ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামীলীগ নেতা আঃ আউয়াল মিয়ার ছেলে এবং সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত ৫ দিন আগে তার বড় ভাই মোবারক হোসেন রাতে কাজের সাইট দেখতে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় না ফেরায় থানায় একটি সাধারণ ডায়েরী করি পরবর্তীতে আজ বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
বৈদ্যের বাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান জনান,ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.