সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার ১৪২৬ এ ভূষিত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এর হাত থেকে তিনি পুরষ্কার গ্রহন করেন।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারচুয়াল ভিডিও কনফারেন্স উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রালয় সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, প্রাণী সম্পদ মন্ত্রী সমহ রেজাউল করিম।
পুরস্কারে ভুষিত হয়ে ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এত বড় সম্মামনায় যারা আমাকে ভুষিত করেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই ।
সেই সাথে তিনি সোনারগাঁয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নের লক্ষে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ।