নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার(৩০)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল উপজেলার জামপুর ইউনিয়নের পেচাঈন এলাকায় বৈদ্যুতিক মোটরের সুইচ দেয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাউসার উপজেলার জামপুর ইউনিয়নের পেচাঈন গ্রামের বাসিন্দা ও একজন গার্মেন্টস কর্মী।
নিহতের ভগ্নিপতি আলমগীর জানান, শুক্রবার বিকেলে কাউসার তাদের পাকা বাড়ির কাজ তদারকি করছিলেন। এসময় সিমেন্ট-বালু মেশানোর জন্য পানির প্রয়োজন হলে পানির মোটরের সুইচ দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.