সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে খোরশেদ আলম (৫৫) নামের এক এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১২ নভেম্বর)বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ আলম উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও পিরোজপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের সোনারগাঁ শাখার (ওসি) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে পিরোজপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি বলেন, গত ২৩ আগস্ট সোনারগাঁ থানায় আবু হানিফ নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সে ৪৬ নম্বর আসামী। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.