সোনারগাঁ প্রতিনিধিঃ- দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী হাসান মেহেদী।
শুক্রবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী হাসান মেহেদী বলেন, না’গঞ্জ আওয়ামীলীগের ত্যাগী, কর্মীবান্ধব ও সচ্ছ রাজনীতিবীদের নাম এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল। যাকে ভিপি বাদল হিসেবে খুব বেশি পরিচিত শহর পেরিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে। ক্ষমতাসীন দলের এমন একজন শীর্ষ পর্যায়ের নেতা হলেও বিন্দু পরিমান অহংকার বা লোভ তাকে গ্রাস করতে পারেননি। দল ও সংগঠনের প্রয়োজনে রাজপথে আন্দোলনের শীর্ষে থাকা নেতাদের মধ্যে ভিপি বাদল একজন। ছাত্রলীগের রাজনীতি দিয়ে পথ চলা,চাষাঢ়া ছাত্রলীগের নেতৃত্ব থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতেও ছিলেন। নারায়ণগঞ্জ তোলারাম কলেজের টানা ৩ মেয়াদে ভিপি ছিলেন তিনি। ছাত্র -ছাত্রী সংসদের নির্বাচিত ভিপি হওয়ার পরও রাজনৈতিক ভাবে আরো সক্রিয় হয়ে উঠেন।
নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে বেশ পরিচিত। নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ সেলিম ওসমানের ৩ রত্নের মধ্যে ভিপি বাদল একজন। ২০০৪ সালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এখনও তারাই রয়েছে। কারন জেলা যুবলীগের আর কোন কাউন্সিল হয়নি। ২০১৬ সালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এই রাজপথের নেতা এড. আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল ( ভিপি) বাদল। জেলা যুবলীগ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশাল এক ক্ষমতাধর লোক হলেও কোন প্রকার লোভ লালসা তাকে ছুয়তে পারেনি। দল,দেশ ও সংগঠনের স্বার্থে আপোষহীন এক নেতা ভিপি বাদল। বিগত বিশ্ব ব্যাপী করোনা মহামারিতে অনেক নেতা, এমপি ঘর থেকে বের হতে ভয় পেলেও তিনি ছিলেন,জনগনের সাথে। শীতবস্ত্র বিতরণে জেলার এক স্থান হতে অন্য প্রান্তে বিচরণ করে বড়াতে দেখা গেছে। টানা ৩ মেয়াদে আওয়ামীলীগ সরকার ক্ষমতার আসনে থাকলেও তার বিরুদ্ধে কোন প্রকার ক্ষমতার অপব্যবহার পূর্বক টেন্ডার বাজীসহ কোন প্রকার অনিয়মের একটি অভিযোগও পাওয়া যায়নি। ক্ষমতাসীন দলের ক্লিন ইমেজের এক নেতা হিসেবে বনে গেছেন আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল। জেলা আওয়ামীলীগের সম্মেলন গত ২৩ অক্টোবর। সেই সম্মেলনে এই রাজপথের ত্যাগী নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ মূল্যায়ন করেছে। দেশনেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান এ নেতা।