মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে শাহজাহান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
নিহত মাদক ব্যবসায়ী শাহজাহান একই এলাকার পার্শ্ববর্তী দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। নিহতের মা রিনা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় মাদক ব্যবসায়ী ইমরান ও বিজয়সহ ৬ থেকে ৭ জনের সন্ত্রাসী শাহজাহানকে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মোবাইল ফোনে তার বাড়ি থেকে তাকে ডেকে নেয়। পরে ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় নিহত শাহজাহান যাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্তজখম করে। এ সময় তার ডাকচিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা রাজধানীর মালিবাগে প্রাইম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত সোমবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.