মোঃ নুর নবী জনিঃ--নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ কনস্ট্রাকশনের পাইপ উপরে উঠানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুইজন শ্রমিক দগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দুইজনের মধ্যে একজন অত্যান্ত মারাত্মক বলে জানিয়েছেন বার্ণ ইউনিটের চিকিৎসক ।
রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় দগ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বিভাগে নিয়ে আনা হয়। তারা হলেন মো. নজেল(২০) ও মো রিপন (২০) দুই জন গুরুতর দগ্ধ।
শ্রমিক রিপনের মামা কালাম জানায়, মেঘনা গ্রুপে কনস্ট্রাকশনের কাজে মো. নজেল ও মো রিপন পাইপ নিয়ে উপরে যাচ্ছিলো। কাজের সাইডের পাশেই বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে ওই স্টিলের পাইপ স্পর্শ করতেই দুইজনই দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। এ ঘটনায় দ্রুত মো. নজেল ও মো রিপনকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আনার পর ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
দগ্ধ রিপনের অবস্থা খারাপ হওয়ায় (আইসিইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। দগ্ধ রিপনের বাড়ি নীলফামারী জেলার জলঢাকায় ।
এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন,সোনারগাঁ থেকে বিদ্যুতায়িত স্পর্শ হয়ে দগ্ধ হয়ে মো. নজেল ও মো রিপন নামে দুই শ্রমিককে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রিপনের ৯৭ শতাংশ ও নজেলের শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। আমাদের সাধ্য মতো চিকিৎসা প্রদান করা হচ্ছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.