সোনারগাঁ প্রতিনিধিঃ-অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক ও মহাসচিব এ এস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মানসহ কৃষক শ্রমিক পার্টির সর্বস্তরে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
গতকাল সকাল ৯টার দিকে কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক ও মহাসচিব এ এস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করেন।
শেরে বাংলা এ কে ফজলুল হক এর মাজারে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে এ এস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক।
এসময় শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,রাজনীতিতে শেরে বাংলা ফজলুল হকের আদর্শ অনুসরণ ও অনুকরণ করার মধ্যদিয়ে কৃষক ও শ্রমজীবী মানুষের অর্থনীতির মুক্তি আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে এ এস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মান বলেন, ঐতিহাসিকভাবে এ উপমহাদেশে রয়েল বেঙ্গল টাইগার শেরে বাংলা এ কে ফজলুল হক তিনি কৃষকের নেতা এদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেন। আজকে এই মহান ব্যক্তির প্রতি এদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলো তার আদর্শকে লালন ও পালন করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাই। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা এ কে ফজলুল হকের আদর্শের বিকল্প নাই। আমি শেরে বাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.