বৃহৎ শিল্প (উৎপাদন): ক্যাটাগরিতে সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান ফারিহা নীট টেক্স লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফেরদৌস ভূঁইয়া মামুন।
২০২১ সালে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনকারী মোট ৬জন ব্যবসায়ীকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) এক গেজেটে ৪৪ জন ব্যবসায়ীকে ২০২১ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) হিসেবে নির্বাচন করেছে শিল্প মন্ত্রণালয়।
গেজেট এ বলা হয়, আগামী এক বছরের জন্য এসব ব্যক্তি জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া সরকারের শিল্প বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে তাদের অন্তর্ভূক্ত করা যাবে।
উল্লেখ্য,তিনি এর আগেও সিআইপি নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.