মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ফরেষ্ট চেক পোষ্টের নিয়মিত টহলের সময় গাড়িবোঝাই মেহগনি কাঠ আটক করা হয়েছে। যাহার বর্তমান বাজার মুল্য আনুমানিক তিন লক্ষ টাকা।
জানা যায়, অবৈধ কাঠবোঝাই গাড়িটি গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় ত্রিপল দিয়ে ঢাকা গাড়িটি সন্দেহ হলে সংকেত দেয় এবং তল্লাশি করা হয়। তল্লাশি করে অবৈধ কাঠ পাওয়া যায়, কাঠের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি এবং অবৈধ কাঠ জব্ধ করে সোনারগাঁ বনবিভাগ অফিস হেফাজতে নিয়ে যাওয়া হয়।
সোনারগাঁ স্টেশনের স্টেশন কর্মকর্তা আব্দুল মুমিন জানান, সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে তল্লাশি করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে কোন প্রকার বন বিভাগের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বিধায় গাড়িসহ অবৈধ কাঠ আটক করা হয়। আটককৃত ট্রাকের (নাম্বার ঢাকা মেট্রো ট ১৮-৩৭১৭) বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.