মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইয়াবা ও ফেনসিডিল পাচারকালে মহিলাসহ দুইজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গতকাল সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউ টাউন টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকার ভাড়াটিয়া মৃত রুবেল মিয়ার মেয়ে ঝর্না বেগম(৩২) ও কক্সবাজার জেলার উখিয়া থানার ১২নং ক্যাম্পের মৃত আব্দুল জলিলের ছেলে সৈয়দুল আমিন(৩০)।এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতারকৃতদের কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।