মোঃ নুর নবী জনিঃ–নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামসুল ইসলাম ভূইয়া,সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক,সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে বিজয় র্যালি বের করে শহীদ মজনু পার্ক বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশেনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুস্পস্তবক অর্পন করে। পরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত এফরণ পরিয়ে দেন সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধাদের।এছাড়াও সোনারগাঁয়ের বিভিন্ন স্পটে দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।