মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের ১৬টি উপজেলার গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার (ওসি) মোহাম্মদ আব্দুল বারী প্রমুখ।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.