মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জামাত-বিএনপির নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউ টাউন হতে কাঁচপুর এলাকা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্ব এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভুইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল,বৈদ্যার বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক নাসরিন সুলতানা ঝরা, এড. ফজলে রাব্বি,উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাসেদুল ইসলাম রাসেল, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এম এ সালাম ভূইয়া, যুবলীগের নেতা তাইজউদ্দিন মুন্সি, শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল্লাহ,পিরোজপুর ইউনিয়ন আ’লীগের নেতা দেলোয়ার হোসেনসহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।