মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত গোহাট্টা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ ও একাধিক মামলার আসামী ডাকাত সর্দার সাদ্দাম(৩২)কে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার রাত আনুমানিক আড়াই টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এসআই আল ইসলাম বলেন, গোপন সুত্রে খবর পেয়ে ওসি আব্দুল বারী স্যারের নির্দেশে আমিসহ সঙ্গীয় ফোর্স ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত সর্দার সাদ্দাম কে গ্রেফতার করি।। ডাকাত সাদ্দামের বিরুদ্ধে ডাকাতি সহ প্রায় ১৯ টি মামলার রয়েছে। গ্রেফতার কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায় ।
গ্রেফতারকৃত ডাকাত সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোজ্জামেল হোসেন এর ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, আটককৃত ডাকাতের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। তার সাথে থাকা অন্যদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.