মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ-গাজীপুর জেলার গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মৃত আনসার মন্ডল ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৮) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মোঃ মনজুর আলমের ছেলে মোঃ জিসান (২২)
সোনারগাঁ থানার চৌকস অফিসার এসআই আল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী স্যারের নেতৃত্বে আমিসহ এসআই মাসুদ, এসআই শহিদুল ও এএস আই মনির এবং সঙ্গীয় ফোর্সের সহায়তা পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করি। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা পিক-আপ যাহার নং ঢাকা মেট্রো-জ ১১-২৫২৬ এর ব্যাকডালা হতে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করি। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সোনারগাঁও থানা পুলিশের তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.