মোঃ নুর নবী জনিঃ- মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দীপু।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. সামাদ (২৬) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মো. মুজাফফর মিয়ার ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর‘র উপপরিদর্শক ইকবাল মাহমুদ দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে স্বাধীন সার্ভিস নামের যাত্রীবাহী বাস থেকে মাদককারবারি সামাদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদককারবারি সামাদের বিরুদ্ধে মাদক আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.