মোঃ নুর নবী জনিঃ-“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিক্ষার্থী ও অতিথিরা হাত ধোয়া কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহিন আলম,মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন,খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার পারভেজ, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান,আর,ডিও তানজিলা আক্তার প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.