মোঃ নুর নবী জনিঃ-সারা দেশে ন্যায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার ১৮ জুন সকাল হতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে ৬ মাস থেক ৫ বছর বয়সী শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. হাবিব ইসমাইল ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. সাবরিনা হক । তিনি বলেন, সারা দেশ ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষ্যে সারাদেশে ২ কোটি ২০ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাক্ষ শিশুকে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫লক্ষ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই ধারাবাহিকতায় সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে দিনব্যাপী কর্মসুচিতে সরকারি সব স্বাস্থ্য কেন্দ্রে ও ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা কর্মচারী-বৃন্দ ।