মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ রা অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঞ্জুরুল মোর্শেদ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী,সহকারী কমিশনার (ভূমি,কাঁচপুর রাজস্ব সার্কেল) মোঃ আশরাফুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, সেনা বাহিনীর কর্মকর্তা,আনসার- ভিডিপি,স্থানীয় সাংবাদিক, উপজেলা বিএনপি ও বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারে সোনারগাঁয়ে ৩৭ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গা উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ভূমিকায় থাকবে। প্রতিটি মন্দিরের কমিটিকে সক্রিয়তার পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে, যাতে এই উৎসবটি সর্বজনীন রূপ নেয়।
আলোচনা শেষে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আর্থিক অনুদান হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.