মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারাগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ মাহবুব আলম ওরফে বিস্কুট (৫০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।
আটককৃত মাহবুব আলম ওরফে বিস্কুট নওগাঁ জেলার রানি নগর থানার ভবানীপুর এলাকার মৃত আয়নুল হকের ছেলে ।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলম ওরফে বিস্কুট নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে,এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন ওই মাদককারবারী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে সে।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আকটকৃত মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.