মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে পিস্তল ও গুলিসহ তরুণ ও তরুণীকে আটক ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ফুলতুলি এলাকার মোকলেশ মোল্লার ছেলে নাঈম (২৪) ও একই জেলা ও থানার কাঞ্চনমুড়ি এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার (২৫)।
পুলিশ জানায়,পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক চেকপোস্ট এলাকা থেকে একটি পিস্তল ও গুলিসহ তাদের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান,গুলিও পিস্তল সহ দুজনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2024 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.