1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় বিএনপি ও ছাত্র শিবিরের ১১ নেতাকর্মী গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হত্যাচেষ্টায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা বক্তাবলী বাজারের সরকারি কার্যালয় দখল, সেই বাজারের সভাপতি দাবি ইকবাল মেহেদীর সোনারগাঁয়ে নাগরিক সমাজের উদ্যোগে অসহায় দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরন ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে নিষিদ্ধ ইয়াবাসহ আটক-২  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষ,নিহত-১ আহত-১০ সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজাসহ আটক-৩, পিকআপ জব্দ সোনারগাঁয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক ছেলে গ্রেফতার  সোনারগাঁয়ে নিষিদ্ধ গাঁজাসহ আটক-৩ সোনারগাঁয়ে টাকা না দেয়ায় ছেলের ছুড়িকাঘাতে পিতার মৃত্যু 

সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় বিএনপি ও ছাত্র শিবিরের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।

গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ ৮ জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।

শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান তাদের দলের ৭ জন নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

এদিকে পুলিশ ছাত্রশিবির কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়াকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলেন:-সোনারগাঁ পৌর বিএনপি সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবুল কাসেম, জামপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো. আমজাদ হোসেন লতিফ মেম্বার, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নবী হোসেন, পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আনসর মিয়া, বারদী ইউনিয়ন যুবদল নেতা মো. শামীম মিয়া ও পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা মো.আবুল হোসেন।

এছাড়াও রূপগঞ্জের কর্ণগোপ এলাকা থেকে ছাত্র শিবির কর্মী হাফিজুর রহমান, মিরাজ মাহমুদ, সুখেরটেক এলাকা থেকে মাহমুদুল হাসান ও পশ্চিম বেহাকৈর এলাকা থেকে আমির হামজাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৭ জন নেতাকর্মীকে আটক করেছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করছে। তিনি আরো জানান, শনিবারের ঢাকার মহাসমাবেশকে ঘিরে ভীতি ছড়াতেই এ গ্রেপ্তার করছে পুলিশ। দ্রুত পুলিশের এমন আচরণ বন্ধের দাবি জানিয়েছেন তিনি। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের সোনারগাঁ বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে। তাদের পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এবিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন মামলায় বিএনপি ও ছাত্র শিবিরের ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারনে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা