মোঃ নুর নবী জনিঃ- শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৩৩ টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সোনারগাঁ অফিসার্স ক্লাবে এ অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভৌমিক, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউল করিম রানা, সোনারগাঁ উপজেলা হিন্দু, বৈাদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিশির দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ৩৩টি পূজা মন্ডপের প্রতিনিধির কাছে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।