নিউজ ডেক্সঃ-নারায়ণগঞ্জে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাসহ অন্যান্য মামলায় ৮জন আসামীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আমিন উদ্দিন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন জালাল, আওয়ামীলীগ কর্মী আনার হোসেন, মৃদুল মিয়া ও শহিদুল্লাহ মিয়া।
এ বিষয়ে সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাসহ বিভিন্ন মামলায় আট জন আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।