মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে আশরাফুল আলম (২২) ও একই উপজেলার চরচৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে অসীম (২৩)।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে একটি কাভার্ডভ্যানের ধাক্কায়
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত আশরাফুল ও অসীম দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে গজারিয়া থেকে সোনারগাঁয়ে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে ওঠার পর পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা মারে এসময় মটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে ঘাতক কাভার্ডভ্যানটি সনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলে জানান।