মোঃ নুর নবী জনিঃ– ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাসের চাপায় আঞ্জুমান বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান বেগম মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘাইর এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী ও ঢাকার রায়েরবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী উপজেলার কাঁচপুর নয়াবাড়ি বিসিক এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন।