মোঃ নুর নবী জনিঃ–
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছেন অবরোধকারীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে এএসআই মতিন ও কনস্টেবল হুমায়ুন নামে ২ পুলিশ সদস্যকে জখম করা হয়। এ সময় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ ও মিছিল করে। অপরদিকে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অবরোধকারীরা দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেন।
এ সময় একটি বি আর টি সি বাসসহ দুটি বাস ভাংচুর করে অবরোধকারীরা। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আহত পুলিশদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।