নারায়নগঞ্জ প্রতিনিধিঃ- সাবেক মন্ত্রী, কৃষক শ্রমিক পার্টির সাবেক প্রেসিডেন্ট মরহুম এ এস এম সোলায়মান এর দ্বিতীয় স্ত্রী রুনা সোলায়মান ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি– রাজিউন)।মৃত্যু কালে তার বয়স ছিলো ৭৬।
গত মঙ্গলবার ভোরে ঢাকাস্থ পল্লবী ৪ নাম্বার রোডের টি ব্লকে ২০/১ “সোনারগাঁ ভবনে” বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।
কৃষক শ্রমিক পার্টির বর্তমান সাধারণ সম্পাদক রাজিয়া সোলায়মান রত্না জানান আমার পিতা সাবেক মন্ত্রী সোলায়মান ১৯৯৭ সালে ইন্তেকাল করেন। উনাকে নারায়নগন্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নিজেস্ব কবরস্থানে দাফন করা হয় ।
এসময় মরহুমার পরিবারের পক্ষ থেকে রুনা সোলায়মানের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করেন রাজিয়া সোলায়মান রত্না।