1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মামলা দিয়ে নিরীহ জনগণ ও সাংবাদিকদের কে ফাঁসানোর অভিযোগ  - বাংলাদেশ বুলেটিন ২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে মামলা দিয়ে নিরীহ জনগণ ও সাংবাদিকদের কে ফাঁসানোর অভিযোগ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ২৪ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হয়রানি মূলক মামলা দিয়ে সাধারণ জনগণ ও সাংবাদিকদের কে ফাঁসাচ্ছে,সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ধারা গত ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কয়েকটি হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা সোনারগাঁও থানায় দায়ের করা হয়। এই সুযোগ কাজে লাগিয়ে সোনারগাঁও উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলার নিরীহ জনগণ,সাংবাদিক ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমের অনুসারীদেরকে মামলায় জড়িয়ে হয়রানি করছেন।
সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুসন্ধান করে জানা যায়, গত ৫ ই আগস্টের পর থেকে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা সোনারগাঁয়ের বিভিন্ন মিল ফ্যাক্টরির জুট ব্যবসা ,পরিবহন চাঁদাবাজি,সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। যা আগে নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগের লোকজন।
ইতিমধ্যে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বিশ্বস্ত সহযোগী সোনারগাঁও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহিম বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে,সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের অনুসারীদের হাতে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

সোনারগাঁও উপজেলার সাংবাদিক ও সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রাসেল সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের বিশ্বস্ত সহযোগী হওয়ায়,তার বিরুদ্ধে ও মামলা দিয়ে হয়রানি করছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেল জানান, তিনি বহু বছর যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত, তিনি ১৯৯৭ সাল থেকে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের রাজনীতি দিয়ে বিএনপির রাজনীতিতে আসেন। তিনি জানান ২০০৮ সালে বর্তমান যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বিএনপি’র প্রথম হরতালের দিন মাজহারুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করান,তৎকালীন আওয়ামী লীগের এমপির পিএস মাসুম চৌধুরীর মাধ্যমে সোনারগাঁও থানায় তৎকালীন ওসির সামনে রেখে সাদা কাগজে মুচলেখা নিয়ে ছেড়ে দেন।ওই সময় আমার পরেই মেঘনার আশরাফ প্রদান কে গ্রেফতার করে নিয়ে আসে সোনারগাঁ থানা।

সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেল দুঃখ প্রকাশ করে বলেন আপনারা আমার বাড়িমজলিশ গ্রাম ও প্রতিটি ইউনিয়নে খোঁজখবর নিলে জানতে পারবেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার ক্ষমতার দাপটে কতজন অসহায় ও নিরাহ মানুষদেরকে মামলায় জড়িয়েছেন।

তাই এই সমস্ত হয়রানি মূলক মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য ভুক্তভোগী ও সাধারণ জনগণ মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস ও ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা