বৃহৎ শিল্প (উৎপাদন): ক্যাটাগরিতে সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান ফারিহা নীট টেক্স লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফেরদৌস ভূঁইয়া মামুন।
২০২১ সালে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনকারী মোট ৬জন ব্যবসায়ীকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) এক গেজেটে ৪৪ জন ব্যবসায়ীকে ২০২১ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) হিসেবে নির্বাচন করেছে শিল্প মন্ত্রণালয়।
গেজেট এ বলা হয়, আগামী এক বছরের জন্য এসব ব্যক্তি জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া সরকারের শিল্প বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে তাদের অন্তর্ভূক্ত করা যাবে।
উল্লেখ্য,তিনি এর আগেও সিআইপি নির্বাচিত হয়েছেন।